← Return to Registration Form
রেজিস্ট্রেশন ফর্ম পূরণের নির্দেশিকা

(How to Fill-up Registration Form)

  • Passport Size Photo: সর্বোচ্চ 1MB-এর মধ্যে JPG/JPEG/PNG ফরম্যাটে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
  • Participant Category (অংশগ্রহণকারীর ধরণ): Ex-Student / Current Student / Teacher / Staff থেকে নির্বাচন করতে হবে।
  • Name (নাম): আপনার সম্পূর্ণ নাম লিখুন।
  • Father’s Name (পিতার নাম): আপনার বাবার নাম লিখুন।
  • Mother’s Name (মাতার নাম): আপনার মায়ের নাম লিখুন।
  • Mobile Number (মোবাইল নম্বর): ১১ সংখ্যার সঠিক নাম্বার লিখতে হবে। এই নম্বরে কনফার্মেশন মেসেজ যাবে। একটি মোবাইল নাম্বার একাধিক রেজিস্ট্রেশন ফর্মে ব্যবহার করা যাবে না।
  • Email Address (ইমেইল, যদি থাকে): ব্যক্তিগত ইমেইল থাকলে লিখবেন, না থাকলে ফাঁকা রাখতে পারবেন।
  • Gender (লিঙ্গ): Male / Female / Third Gender থেকে নির্বাচন করুন।
  • Religion (ধর্ম): Islam / Hinduism / Christianity / Buddhism / Other থেকে নির্বাচন করুন।
  • Date of Birth (জন্ম তারিখ): দিন, মাস ও বছর আলাদাভাবে নির্বাচন করুন।
  • Current Class (বর্তমানে যে শ্রেণীতে পড়ছেন): কেবল Current Students এর জন্য প্রযোজ্য।
  • SSC Batch (এসএসসি ব্যাচ):
    যদি এসএসসি পাশ করে থাকেন → নিজের পাশের সাল নির্বাচন করুন।
    যদি এসএসসি পাশ না করে থাকেন → আপনার সহপাঠীরা যে সালে এসএসসি পাস করেছে, সেই সাল নির্বাচন করুন।
  • Profession (পেশা): ড্রপডাউন থেকে আপনার পেশা নির্বাচন করুন।
  • Profession Details (পদবী ও প্রতিষ্ঠানের নাম): আপনার পদবী এবং কর্মস্থলের নাম লিখুন।
  • Present Address (বর্তমান ঠিকানা): পূর্ণ ঠিকানা লিখুন।
  • Blood Group (রক্তের গ্রুপ): তালিকা থেকে নির্বাচন করুন। রক্তের গ্রুপ না জানা থাকলে 'Unknown' সিলেক্ট করুন।
  • T-Shirt Size (টি-শার্ট সাইজ): XS / S / M / L / XL / XXL / 3XL থেকে নির্বাচন করুন।
    • XS (Extra Small): খুবই ছোট সাইজ (সাধারণত শিশু/ছোট আকারের জন্য উপযুক্ত)।
    • S (Small): ছোট সাইজ, পাতলা গড়নের প্রাপ্তবয়স্কদের জন্য।
    • M (Medium): মাঝারি সাইজ, গড়পড়তা গড়নের জন্য সবচেয়ে সাধারণ।
    • L (Large): বড় সাইজ, একটু মোটা/লম্বা গড়নের জন্য উপযুক্ত।
    • XL (Extra Large): অতিরিক্ত বড় সাইজ, স্বাভাবিকের চেয়ে বড় শরীরের জন্য।
    • XXL (Double Extra Large): অনেক বড় গড়নের জন্য উপযুক্ত সাইজ।
    • 3XL (Triple Extra Large): আরও বড় গড়নের অংশগ্রহণকারীদের জন্য সাইজ।
  • Registration Fee Paid? (ফি পরিশোধ করেছেন?): হ্যাঁ / না নির্বাচন করুন।
  • Participants Count (অংশগ্রহণকারীর সংখ্যা): Adults (12+ বছর) ও Children (5–12 বছর) আলাদাভাবে নির্বাচন করুন।
  • Total Participants (মোট সংখ্যা): উপরের হিসাব অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
  • Registration Fee (রেজিস্ট্রেশন ফি): নির্বাচিত সংখ্যার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
  • Payment Method (ফি প্রদানের মাধ্যম): Cash / Bkash / Nagad / Rocket / Bank Account থেকে নির্বাচন করুন।
  • Paid To (যার কাছে টাকা জমা দিয়েছেন): ব্যাচ প্রতিনিধি বা স্কুলের শিক্ষকের কাছে ক্যাশ জমা দিলে তার নাম লিখুন।
  • Wallet Number (যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন): যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন ১১ সংখ্যার সেই নাম্বার লিখুন।
  • Txn ID (ট্রানজেকশন আইডি): বিকাশ / রকেট / নগদ এর মাধ্যমে পেমেন্ট করলে ট্রানজেকশন আইডি লিখুন।
  • Transaction Date (ট্রানজেকশন তারিখ): ব্যাংক একাউন্টে টাকা জমা দিলে লেনদেনের তারিখ সিলেক্ট করুন।
  • Bank Receipt (ব্যাংক রিসিপ্ট): ব্যাংক একাউন্টে টাকা জমা দিলে ব্যাংক রিসিট/অনলাইন রিসিট এর ছবি আপলোড করুন।
  • ভুল তথ্য প্রদান করা হলে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।
  • সমস্ত তথ্য সতর্কভাবে পূরণ করতে হবে।
  • একবার জমা দেওয়া ফর্ম আর পরিবর্তন করা যাবে না।

রেজিস্ট্রেশন ফর্ম পূরণে সমস্যা হলে নিচের নাম্বারে যোগাযোগ করুন।
সেলিম (ব্যাচ-৯৯): 01313040852

← Return to Registration Form