REGISTRATION POLICY

রেজিস্ট্রেশনের নিয়মাবলীঃ

সুবর্ণ জয়ন্তী-২০২৬ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলীসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। নিম্নলিখিত নিয়মাবলি সকলের অবগতির জন্য উপস্থাপন করা হলো:

১। সাধারণ নিয়মাবলীঃ

    • অত্র স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও অন্যান্য সদস্যদের স্বামী/স্ত্রী এবং সন্তানগণও অংশগ্রহণ করতে পারবেন। বর্তমান ছাত্র-ছাত্রী শুধু নিজে অংশগ্রহণ করতে পারবেন।
    • এসএসসি পাশ না করা থাকলেও রেজিস্ট্রেশন করা যাবে, তবে অত্র বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ন্যূনতম ১ বছর অধ্যয়নের রেকর্ড থাকা আবশ্যক। প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আপনাকেও এসএসসি ব্যাচ নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে, আপনার সহপাঠীরা যেই সালে এসএসসি পাস করেছে, সেই সালটিকেই আপনাকে এসএসসি ব্যাচ হিসেবে বেছে নিতে হবে।
    • অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ সকলের অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

২। রেজিস্ট্রেশন ফিঃ

    • প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও কর্মচারী এবং তাদের স্বামী/স্ত্রী – জনপ্রতি ১,০০০ টাকা,
    • বর্তমান ছাত্র-ছাত্রী – জনপ্রতি ৫০০ টাকা,
    • সন্তান (বয়স ৫–১২ বছর) – জ্নপ্রতি ৫০০ টাকা,
    • ৫ বছর পর্যন্ত বয়সী শিশুরা ফ্রি। রেজিস্ট্রেশন ফর্মে তাদের তথ্য প্রদানের প্রয়োজন নেই।

৩। রেজিস্ট্রেশন ফি পরিশোধের পদ্ধতিঃ

    • ক্যাশ / বিকাশ / রকেট / নগদ / ব্যাংক একাউন্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাবে।
    • বিকাশ / রকেট / নগদ এর মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে Send Money অপশন ব্যবহার করতে হবে।
    • টাকা পাঠানোর পর Transaction ID সংরক্ষণ করতে হবে।
    • রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় Transaction ID এবং যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে সেই তথ্য প্রদান করতে হবে।
    • ব্যাচ প্রতিনিধি বা স্কুলের কোন শিক্ষককের কাছে ক্যাশ টাকা জমা দিয়েও রেজিষ্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে রেজিষ্ট্রেশন ফর্ম পূরণের সময় অবশ্যই যার কাছে টাকা জমা দিয়েছেন তার নাম উল্লেখ করতে হবে। তবে কারো কাছে ক্যাশ টাকা জমা দিয়ে রেজিষ্টেশন করতে নিরুৎসাহিত করা যাচ্ছে।
    • ব্যাংক একাউন্টে টাকা জমা দিলে লেনদেনের তারিখ এবং ব্যাংক রিসিট/অনলাইন রিসিট এর ছবি রেজিষ্ট্রেশন ফর্ম পূরণের সময় আপলোড করতে হবে।

৪। বিকাশ/নগদ/রকেট/ব্যাংক একাউন্টের তথ্যঃ

    • বিকাশ/নগদ/রকেটঃ 01712103022
    • ব্যাংক একাউন্টঃ
      • চলতি হিসাব নং — 4221802000303
      • হিসাবের নাম — Natuarpar K.B. High School Suborno Joiyonti-2026
      • শাখার নাম — Natuarpara Br.
      • রাউটিং নং — 200881429
      • ব্যাংক — Sonali Bank Plc.

৫। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ

    • রেজিস্ট্রেশন ফর্ম পূরণের আগে অবশ্যই রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে, যেহেতু ফি পরিশোধের তথ্য ফর্মে দিতে হবে।
    • রেজিষ্টশন ফর্ম পূরণের শুরুতেই অংশগ্রহনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সুতরাং সেটি রেডি রাখুন।
    • রেজিস্ট্রেশন ফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।
    • একটি মোবাইল নম্বর একাধিক রেজিস্ট্রেশন ফর্মে ব্যবহার করা যাবে না।
    • অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে রেজিস্ট্রেশন সফল বলে গণ্য হবে এবং এরপর রেজিস্ট্রেশন কনফার্মেশন স্লিপ ডাউনলোড করা যাবে। (ভেরিফিকেশনে ন্যূনতম ১ দিন লাগতে পারে)।
    • ফর্ম সাবমিটের পর ‘Member Portal’-এ লগইন করে রেজিস্ট্রেশনের সর্বশেষ স্ট্যাটাস দেখা যাবে।
    • লগইনের জন্য ইউজার আইডি হবে আপনার ইমেইল/মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হবে আপনার মোবাইল নম্বর (পরবর্তীতে পরিবর্তনযোগ্য)।